রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিরামপুর পৌর এলাকার ঘাটপাড়া মহল্লার গনীনা শীলের পুত্র ঢাকা মেডিকেলের সেই মেধাবী ছাত্র এখন ভুষির দোকানের ৩০ টাকা মজুরির কর্মচারী। সংবাদটি বিভিন্ন দৈনিকে প্রকাশ হলে রাজ মুকুর শীল পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম (পিপিএম বার)। জানা যায়, অসহায় পরিবারটির দায়িত্ব নিয়ে পুলিশ সুপার নিজে নিয়মিতভাবে দেখভার গ্রহন করছেন। তিনি নিজে অর্থ দিয়ে ঐ অসহায় পরিবারটিকে বিভিন্নভাবে সাহায্য করে আসছেন। পরিবারটি যাতে সচ্ছলভাবে জীবন যাপন করতে পারে সে জন্য একটি দোকান নির্মান, পুলিশ সুপারের মাসিক বেতন থেকে গত শনিবার ৫০ হাজার টাকা নগদ প্রাদন করেন। পূর্বে পুলিশ সুপার ঐ পরিবাটিকে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন পরিবার সুত্রে জানা যায়। পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম-এর সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর) হাফিজুর রহমান, বিরামপুর সার্কেল এসপি মিথন সরকার, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, মতিয়ার রহমান (তদন্ত), বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।