বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় ইতালি থেকে আসা ৪৪জন বাংলাদেশীকে
শনিবার রাতে গাজীপুর মহানগরের পূবাইলে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এ নেওয়া হয়েছে।
তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেখানে তা পর্যবেক্ষণ করা হবে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, এ হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব নিয়ম-কানুন মেনে ৪৪ জনকে এ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ইতালি থেকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন। বিমানবন্দর থেকে ১৭ জন, ২১ জন ও ছয়জনের তিনটি দলে ভাগ করে আলাদা আলাদা গাড়িতে এখানে তাদের আনা হয়েছে।
এ হাসপাতালে রেখে তাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। তাদেরকে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শও দেওয়া হবে।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, রাত পৌনে ১২টার দিকে তারা মেঘডুবি হাসপাতালে পৌঁছেছেন। এই বাংলাদেশিরা সবাই ইতালি প্রবাসী।
এদিকে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গাজীপুরে একটি মেডিক্যাল অ্যাসিস্টেন্টস ট্রেনিং স্কুলের হোস্টেরে এই ইতালিফেরত বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, তাদেরকে পরীক্ষা করা হবে। যদি কোন ভাইরাস না পাওয়া যায় এখান থেকেই তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।