পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর কদমতলী ওয়াসা পুকুরপাড় এলাকার ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে লাশটি উদ্ধার করা হলে গতকাল রাত ৭টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ১৯ বছর।
গতকাল কদমতলী থানার এসআই ইকবাল হোসেন জানান, পাগলা পয়ঃনিষ্কাশন ওয়াসা পুকুর পাড় এলাকার চার পুকুরের মাঝে ঝোপঝাড়ে এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসাপাতলের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চার পাঁচ দিন আগে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে সেখানে ফেলে যাওয়া হয়। তাই লাশটি অর্ধেক পচে যায়। পরিচয় নির্ণয়ের জন্য সিআইডির ক্রাইম সিন তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।