বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত ও জামিয়া নুরিয়ার মহাপরিচালক মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, করোনাভাইরাসসহ সকল মহামারী ও বিপদ মানুষের পাপকর্মের ফসল। অশ্লীলতা বেহায়াপনার সয়লাব মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও অপরাধ প্রবনতা বৃদ্ধির কারণে আল্লাহর গজব করোনাভাইরাস মহামারী আকারে বিশ্বে ছড়িয়ে পরছে। এ সঙ্কট থেকে উত্তরণে মহান আল্লাহর কাছে ক্ষমা পার্থনার বিকল্প নেই। তিনি বলেন, দোয়া মোমিনের অন্যতম হাতিয়ার ।
শুক্রবার রাতে কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত খতমে বোখারী উপলক্ষে বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে অন্যান্যদের মাঝে বয়ান করেন, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, শায়খুল হাদীস আল্লামা সুলাইমান নোমানী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা শেখ আজীমুদ্দীন, মাওলানা ইসমাঈল বরিশালী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা হাসান জামিল, মাওলানা মূসা বিন ইজহার তিনি বলেন, দোয়ার মাধ্যমেই চলমান ও আসন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তিনি বিশ্ববাসিকে সকল পাপ কাজ থেকে বিরত থেকে কায়েমনবাক্যে আল্লাহর কাছে পার্থনা করার আহবান জানান। মাহফিলে করোনাভাইরাস থেকে মুক্তি দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।