Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাড়তি সতর্কতা মেনে আজ থেকে ঢাকা লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের থাবায় আন্তর্জাতিক টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজগুলো একের পর এক স্থগিত হয়ে গেছে। ক্রিকেট, ফুটবলসহ বিশ্ব ক্রীড়াঙ্গনের সব মেগা ইভেন্টই আপাতত বন্ধ। বিশ্ব ক্রীড়াঙ্গনের স্থবিরতার এই সময়েই শুরু হচ্ছে বাংলাদেশের বড় এক ঘরোয়া টুর্নামেন্ট, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের পর এবার এই লিগও হচ্ছে বঙ্গবন্ধুর নামে। আজ থেকে দেশের তিন ভেন্যুতে দেশের শীর্ষ ক্রিকেটাররা নামবেন এই টুর্নামেন্ট খেলতে। ৫০ ওভারে দেশের একমাত্র ঘরোয়া আসরটি অবশ্য চলবে বাড়তি সতর্কতা মেনে। প্রথম দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। তার আগে গতকাল আনুষ্ঠানিক স্পন্সর ঘোষণার দিনে আলোচনায় তাই অনুমিতভাবেই করোনাভাইরাস ও সাম্প্রতিক পরিস্থিতি।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ-অবশিষ্ট বিশ্ব একাদশ টি-টোয়েন্টি স্থগিত করে বিসিবিও। পিছিয়েছে আইপিএল, পিএসএল হয়েছে কাটছাঁট। বিশ্বের প্রায় সব ফুটবল লিগই বন্ধ। তিনজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলেও বাংলাদেশ ঘরোয়া খেলাধুলা বন্ধ রাখার পথে হাঁটছে না। প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হিসেবে দেশীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিনে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, খেলা চলবে সর্বোচ্চ সতর্কতা মেনে, ‘করোনাভাইরাসকে বিবেচনায় রেখে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে ও মেডিক্যাল পরামর্শ দিচ্ছে, সেগুলো আমরা অনুসরণ করব।’ এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নিচ্ছে ১২টি দল। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় দেশের সব শীর্ষ ক্রিকেটারই; খেলবেন এই লিগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ