মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহান আল্লাহ প্রদত্ত বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৭৩ জন। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হয়েছেন ৩১ জন।
এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় রোববার দেশটিতে জাতীয় প্রার্থনা দিবস পালনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এ আহ্বান জানান তিনি। এমনকি এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন তিনি।
শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, আমি রোববার ১৫ মার্চকে জাতীয় প্রার্থনা দিবস হিসেবে ঘোষণা করছি। ইতিহাস অনুসারে আমরা এমন এক দেশ, যারা এমন পরিস্থিতিতে সুরক্ষা ও শক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে যাই।
আরেক টুইটে তিনি বলেন, ‘যে যেখানেই থাকেন, সবাই বিশ্বাস করে প্রার্থনায় অংশ নিন। একসঙ্গে আমরা সহজেই জয়ী হবো!
এদিকে সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর খ্রিষ্টান ও ক্যাথলিক সম্প্রদায়ের একটা বড় অংশই ট্রাম্পের অনুসারী। তাদের ভোট ধরে রাখতে এরইমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান সরকার। যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা ঘোষণাসহ সরকারি স্কুলগুলোতে প্রার্থনা আয়োজনে জোরালো ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া, ধর্মীয় সংগঠনগুলো যেন ফেডারেল সরকারের হাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে উহান শহরে প্রথমে শনাক্ত হওয়া করোনভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৪৫ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন। সূত্র: ফক্স নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।