Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শারাপোভার ভাগ্যে নেই রিও অলিম্পিক

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিষিদ্ধ থাকার পরও রিও অলিম্পিকের জন্য মারিয়া শারাপোভাকে দলে রেখেছিল রাশিয়ার টেনিস ফেডারেশন। ফেডারেশন ভেবেছিল অলিম্পিকের আগেই শেষ হবে শুনানি! কিন্তু তা সে স্বপ্ন আর পূরণ হচ্ছে না রাশান সুন্দরীর। সর্বোচ্চ ক্রীড়া আদালতে ডোপ পাপের অভিযোগে দু’বছরের জন্য নিষিদ্ধ শারাপোভার শুনানি দু’মাস পিছিয়ে আগামী সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে। এরফলে রিও অলিম্পিকে অংশ নিতে পারছেন না রাশিয়ান এই তারকা।
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় ব্যর্থ হন শারাপোভা। এই অপরাধে শারাপোভাকে দু’বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই সর্বোচ্চ ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) এক বিবৃতিতে জানায়, শারাপোভা ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আমাদের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই শুনানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শারাপোভার ভাগ্যে নেই রিও অলিম্পিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ