Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে সউদী যাওয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১১:৪০ এএম

ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে সউদী আরব যাওয়ার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শুক্রবার (১৩ মার্চ) আইইডিসিআর এর অডিটোরিয়ামে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

তিনি বলেন, যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন সেইসব ভাইবোনদের জানাচ্ছি, পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মধ্যপ্রাচ্যে রাষ্ট্রদূতসহ সেসব প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সউদী আরবের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের স্বাস্থ্য সনদ দরকার নেই।

তিনি বলেন, আমাদের একজন সউদী আরব যাওয়ার জন্য বাহরাইন গিয়েছিলেন, এখানে একটা সমস্যা হয়েছে। কারণ সউদী আরব বাহরাইনে ফ্লাইট বন্ধ করেছে। এজন্য যারা সউদী আরব যাবেন সরাসরি যাবেন। ট্রানজিট ও অন্য দেশ হয়ে গেলে সমস্যা হবে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ইতিমধ্যে কুয়েত ও কাতার তাদের বিমান সেবা বন্ধ করে দিয়েছে। তাই সউদী আরব সরাসরি ফ্লাইটে তাদের দেশে যাওয়ার জন্য বলছে। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আমাদের কথা হয়েছে। ফ্লাইট বন্ধ বা করোনা ভাইরাসের জন্য ভিসা বা ওয়ার্ক পারমিট থাকার পরেও যারা যেতে পারছেন না তাদের ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে বলে দেশগুলো জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ