Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

গ্রিসে জ্বলল টোকিও অলিম্পিকের মশাল

টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৯:২৪ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শকের উপস্থিতি ছাড়াই গতকাল গ্রিসের প্রাচীন অলিম্পিয়ায় হয়ে গেল টোকিও ২০২০ অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন। আগামী ১৯ মার্চ টোকিও অলিম্পিকের আয়োজকদের হাতে তুলে দেওয়া হবে এই মশাল।

যদি সবকিছু ঠিক থাকে তবে আগামী ২৪ জুলাই থেকে ৯ অক্টোবর জাপানের টোকিও শহরে বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার আসর।

গ্রিসের বিভিন্ন স্থানে ঘোরার পর ২৬ মার্চ মশালটির জাপানযাত্রা শুরু হবে। সেখান থেকে ২৪ জুলাই অলিম্পিক শুরু হওয়ার আগ পর্যন্ত মশালটি ১২১ দিন ধরে জাপানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় জায়গায় নিয়ে যাওয়া হবে।

করোনা-আতঙ্কে ইতিমধ্যেই চিনে বাতিল হয়েছে একের পর এক প্রি-অলিম্পিক ইভেন্ট। বাতিল বিভিন্ন দেশের অলিম্পিকের কোয়ালিফায়ারও। কিন্তু,মূল অলিম্পিক পিছোনর কোনও পরিকল্পনা নেই, জানিয়ে দিলেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোকিও অলিম্পিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ