Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রাইভার-হেলপারদের করোনাভাইরাসের পরীক্ষা শুরু

হিলি (দিনাজপুর) বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা ট্রাক ড্রাইভার ও হেলপারদের করোনাভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন হাকিমপুর হাসপাতালের মেডিক্যাল টিম। ননকনডাক্ট অটো মোটেড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করছেন তারা। হিলি চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী দেশি বিদেশি নাগরিকদের পরামর্শ দিয়ে যাচ্ছে মেডিক্যাল টিম।
হিলি পানামা পোর্ট লিংকের গনসংযোগ কর্মকর্তা সোহারফ হোসেন প্রতাব মল্লিক জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে যে সকল ট্রাক বাংলাদেশে প্রবেশ করতো সেসব পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের ভারতের হিলি থেকে স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেয়া হয়। গত বুধবার থেকে হিলি পানামা পোর্টের ভেতরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম প্রবেশ করে ভারতীয় ড্রাইভার-হেলপালদের করোনাভাইরাসের পরীক্ষা শুরু করেছেন। হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানায়, করোনাভাইরাসের কারণে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত কমে গেছে। এখন প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ শত যাত্রী যাতায়াত করছে। আর যে সকল যাত্রী ভারত থেকে বাংলাদেশে আসছেন তাদের মেডিক্যাল টিম প্রাথমিকভাবে স্বাস্থ্য পরিক্ষা করছে। আর এর পরই হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ