Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

১ অনওয়ার্ড
২ দি ইনভিজিবল ম্যান
৩ দ্য ওয়ে ব্যাক
৪ সোনিক দ্য হেজহগ
৫ দ্য কল অফ দ্য ওয়াইল্ড

অনওয়ার্ড
ড্যান স্ক্যানলন পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার ফিল্ম ‘অনওয়ার্ড’। ‘মনস্টার্স ইউনিভার্সিটি’ (২০১৩) এবং ‘ট্রেসি’ (২০০৯) স্ক্যানলন পরিচালিত চলচ্চিত্র।
টিনেজ এল্ফ আয়ান লাইটফুটের (ভয়েস :টম হল্যান্ড) কাছে নিজেকে স্কুলে অপাংক্তেয় বলে মনে হয় কারণ একজনও বন্ধু নেই তার। তার মা ছেলের জন্মদিনের পার্টিতে তার বন্ধুদের নিমন্ত্রণ করে। কিন্তু খুব লাজুক বলে সে তাদের সঙ্গে মিশতে পারে না। অন্যদিকে তার ভাই বার্লি লাইটফুট (ভয়েস :ক্রিস প্র্যাট) খুব মিশুক সে কল্পনাপ্রবণ আর জাদুবিদ্যা পছন্দ করে। পরে অবশ্য প্রযুক্তি সব দখল করে নিলে সে খেই হারিয়ে ফেলে। আয়ান ভাবে বাবার সঙ্গে তার সময় কাটান দরকার ছিল। কিন্তু তার বাবা আর বেঁচে নেই। বার্লির অবশ্য কিছু স্মৃতি আছে বাবাকে নিয়ে। তারা জাদু দিয়ে বাবাকে ফিরিয়ে আনার উদ্যোগ নে। কিন্তু তারা ব্যর্থ হয় আংশিকভাবে কারণ বাবার অর্ধেকটা পায় তারা , আর এই অর্ধেক মানে হল কোমর তেকে নিচের অংশ, তাও ২৪ ঘণ্টার জন্য বাবাকে ফিরিয়ে আনার জন্য তারা বিপজ্জনক এক অভিযানে বেরোয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ