Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামেক হাসপাতালে দুই নারী দালালের কারাদন্ড

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণা করে ভাল চিকিৎসার নাম করে বাইরে নিয়ে যাবার সময় দুই চিহ্নিত মহিলা দালালকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদÐাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে তাদের এ কারাদÐের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল। কারাদÐপ্রাপ্তরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার শাহাদতের স্ত্রী তহমিনা (৩৫) ও ডিঙ্গাডোবা এলাকার চাঁনমিয়ার স্ত্রী রুমালি (৩৫)। সোমবার দুপুরে দÐপ্রাপ্ত ওইদুই মহিলা দালাল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণা করে ভাল চিকিৎসার নাম করে বাইরে নিয়ে যাচ্ছিল। এ সময় হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তাদের আটক করে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান। পরিচালক তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল তাদের প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদÐের নির্দেশ দেন। বিচার শেষে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামেক হাসপাতালে দুই নারী দালালের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ