Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৭:০০ পিএম

চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, চৌমুহনী পৌরসভা হাজীপুর এলাকার নুরুজ্জামানের ছেলে দুলাল হোসেন (৫৫) ও দক্ষিণ হাজীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে খলিল (৪২)।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌমুহনী পৌর এলাকায় আসামীদের নিজ নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুলাল ও খলিলের কাছ থেকে দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজাসহ আটক

১০ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ