বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা (দাসপাড়া গ্রামের) যতিন্দ্র কুমার দাস (৫৫) নিখোজের ৪দিন পর হাত পা বাঁধা অবস্থায় বাসিয়া নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তিনি মৃত হরেন্দ্র কুমার দাসের পুত্র। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে। গত (৮ মার্চ) তিনি নিখোঁজ হয়েছিলেন। তার আতœীয় স্বজনরা অনেক খোজাখুজি করে তাকে পাননি। বৃহস্পতিবার টেংরা গ্রামের পাশে বাসিয়া নদীতে একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আতœীয় স্বজন লাশটি যতিন্দ্র কুমার দাসের বলে সনাক্ত করেন। সুরতহাল রিপোর্ট তৈরী করে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
শত্রুতাবশত তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। টেংরা গ্রামের বাসিন্দা সিতার মিয়া জানান, নিরিহ এ লোকটিকে কি কারনে হত্যা করা হয়েছে তা এ মুহুর্তে বলা যাচ্ছেনা। আমরা হত্যাকারিদের বিচার চাই।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, যতিন্দ্র কুমারকে হত্যা করা হয়েছে, এটা প্রায় নিশ্চিত। আমরা ময়না তদন্তের জন্য লাশ মর্র্গে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।