Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

টিমমেট হয়েও দলকে চাঙ্গা রাখেন শাওন

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার থেকে : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি বড়ই বৈচিত্রপূর্ণ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তবে এক একজনের বৈশিষ্ট্য এক এক ধরনের। টীম হিসেবে একটি দলকে পরিণত করতে মাঠে এবং মাঠের বাইরে যে সব উপকরণ দরকার, তার সবই আছে দলটিতে। এই যেমন শাওন গাজীর কথাই ধরুন। বাঁ হাতি এই স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলমান আসরে এসে দ্বিতীয় বাংলাদেশী অনূর্ধ্ব-১৯ বোলার হিসেবে পূর্ণ করেছেন উইকেট শিকারের হাফ সেঞ্চুরি। পটুয়াখালীর এই ছেলেটি মাঠের বাইরে নিজে চনমনে, দলকে হাসি-খুশি রাখতেও নাকি দায়িত্বটা নিয়েছে এই ছেলেটিÑ ‘আমি দলকে চাঙ্গ রাখি, সবসময় সবাইকে মজা দেই। সব বিষয়ে মজা করি। একজনের মন খারাপ হয়ত, ওর কাছে গিয়ে নানান মজা করতেছি, নাড়াচাড়া দিচ্ছি, দুষ্টুমি করতেছি, ওর মন ভালো হয়ে যায়। আমি সবার সঙ্গে মজা করি, সবাই আমার সঙ্গে মজা করে।’
নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচটিতে প¦ার্শচাপ তৈরি হয়েছে। তা বোঝার উপায় নেই এই ছেলেটির কথায়Ñ ‘চাপ বলে কিছু নেই। আমরা স্বাভাবিক খেলাই খেলব। আমার ভেতর কোনো চাপ কাজ করে না। সবসময় ফ্রি খেলি। ক্রিকেট খেলাটা ফান, ফান হিসেবেই দেখতে চাই।’ দর্শক উপস্থিতি নাকি অনেক বেশি চাঙ্গা করে তোলে তাকে, সেটাও জানিয়েছেন শাওনÑ ‘আমার তো খুব মজা লাগে। সবার এত আগ্রহ, মাঠে নামার পরে দর্শকের চিল্লা-চিল্লি, ডাকাডাকি এসব আমার ভালো লাগে।’
যে দর্শন নিয়ে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, সেই দর্শনটির কথা জানিয়েছেন শাওনÑ ‘আমরা এটিকে বিশ্বকাপ নয়, সিরিজ হিসেবে দেখছি। বিশ্বকাপ হিসেবে ভাবছি না, মনে করছি যে একটি সিরিজে ঢুকেছি। আমাদের অধিনায়ক মিরাজ, সহ-অধিনায়ক শান্ত, সবাই টুর্নামেন্টের আগে, এখনও বলছে যে আমরা একটা দ্বিপাক্ষিক সিরিজ যেভাবে খেলি, ওরকম সিরিজ খেলব। বিশ্বকাপ খেলছি, ওরকম কোনো টেনশনই নেই মাথায়। চ্যাম্পিয়ন হতে হবে, এরকম ভাবনা নেই। বিশ্বকাপ জিততে হলে ৬টি ম্যাচ জিততে হবে। চারটি ম্যাচ বাকি আছে। আমরা ৩ ম্যাচের দুটি সিরিজে ভাগ করেছি। গ্রæপে ৩ ম্যাচ। এরপর সুপার লিগে ৩ ম্যাচ।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি দীর্ঘদিন এক সঙ্গে থাকায় দারুণ বোঝাপড়ার সুফল পাচ্ছে দলটি, তা মনে করছেন শাওনÑ ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গ আছি, অনেক ভালো টিম মেট আমরা সবাই, ভালো করছি মাঠে। সব মিলিয়েই বিশ্বাস আসে।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০০৬ এ, ৫ম। এবার ওই রেকর্ড ছাড়িয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছেন শাওন। নিজেদের সেরা দিনটিতে প্রতিপক্ষ অন্য কেউ পাবে না পাত্তা, সে বিশ্বাস বদ্ধমূল এই স্পিনারেরÑ ‘আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অন্য কারও টাইম নাই। আত্মবিশ্বাস আসে নিজের কাছ থেকেই। আমাদের যে বোলিং আক্রমণ, তাতে আমরা আশা করি যে কোনো উইকেটে ২৪০ রান আমাদের জন্য অনেক। যে কোনো উইকেটে, যত ভালো ব্যাটিং উইকেট হোক, আমাদের বিপক্ষে ২৪০ তাড়া করতে প্রতিপক্ষ দলের জন্য অনেক কঠিন হবে।’
হয়ে যাওয়া ২ ম্যাচে ৫ উইকেট শিকারে শাওনের স্বপ্ন এই আসরে সেরা ৫ বোলারের তালিকায় থাকাÑ ‘বিশ্বকাপে লক্ষ্য সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া। সেরা পাঁচে থাকা অন্তত: খুশি হব। পারলে সবচেয়ে বেশি উইকেট নেয়ার লক্ষ্য আছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিমমেট হয়েও দলকে চাঙ্গা রাখেন শাওন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ