Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসের প্রভাব সিনেমা হলে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের প্রভাব দেশের সিনেমা হলগুলোতেও পড়েছে। যে কয়টি হলে সিনেমা চলছে, সেগুলো এখন দর্শকশূন্য হতে চলেছে। এ সপ্তাহে মুক্তি পেয়েছে শাহেনশাহ নামে একটি সিনেমা। এছাড়া পুরনো দুয়েকটি সিনেমা চলছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর এবং সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়ার পর থেকে সিনেমা হলে তার প্রভাব পড়েছে। সিনেমা হল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মিয়া আলাউদ্দিন বলেন, করোনাভাইরাস আতঙ্কে সিনেমা হলে দর্শক কমেছে। তা ছাড়া সরকার বলছে, যেখানে জনসমাগম, সেখানে কম যাতায়াত করতে। যেহেতু সিনেমা হলে জনসমাগম হয়, তাই দর্শক এখন কম আসছে। দর্শক কমে যাওয়ার বিষয়টি আমরা সচেতনতা হিসেবে মনে করছি। মানুষের জীবন সবার আগে, তারপর ব্যবসা। আমরা সারাদেশের সিনেমা হলগুলোতে খবর রাখছি। বিষয়টি পর্যবেক্ষণ করছি। যদি করোনার প্রকোপ বেড়ে যায়, তবে অবস্থা বুঝে সিনেমা হল বন্ধ রাখার চিন্তা করব। এ অবস্থায় কিছুদিনের জন্য সিনেমা হল বন্ধ থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ