Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণকারদের অকাল মৃত্যুর হার বেশি : কর্মশালায় গবেষণা প্রতিবেদন প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০০ এএম


দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর হলেও স্বর্ণকারদের গড় আয়ু মাত্র ৫৯ বছর। দেশে বিভিন্ন পেশার মানুষের মধ্যে স্বর্ণকারদের অকাল মৃত্যুর হার বেশি।স্বর্ণকারদের ৫৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর প্রধান কারণ কার্ডিওভাস্কুলার রোগ, যার মধ্যে ইস্কেমিক হার্ট ডিজিজ ও স্ট্রোক অন্তর্ভুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল বাংলাদেশে স্বর্ণকারদের মৃত্যুর কারণ ‘কজ অব ডেথ ইন গোল্ডস্মিথ ওয়ার্কারস অব বাংলাদেশ : ফ্রম ভার্বাল অটপসি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগ, লালবাগ ও তাঁতীবাজার, মানিকগঞ্জের শিবালয় উপজেলা ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার স্বর্ণকারদের নিয়ে গবেষণা চিত্র পকাশ করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, যে সব স্বর্ণকার বিভিন্ন রোগে মারা গেছেন তাদের রোগের ইতিহাস ঘেটে দেখা গেছে, তাদের ৫৫ শতাংশ কার্ডিওভাস্কুলার রোগে ভুগছিলেন এবং ২০ শতাংশ আক্রান্ত ছিলেন ক্যান্সারে। অসংক্রাক রোগ বিবেচনায় নিলে দেখা যায় যে, নিহতদের ৬৫ শতাংশ উচ্চ রক্তচাপ, ৫০ শতাংশ ডায়াবেটিস, ৩৫ শতাংশ হৃদরোগ এবং ২০ শতাংশ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। ৭৫ শতাংশ স্বর্ণকারই দুই বা ততোধিক অসংক্রামক রোগে ভুগছিলেন।

স্বর্ণকারদের জীবনধারণের অভ্যাস তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুটা ধারণা দেয়। স্বর্ণকারদের ৭০ শতাংশ নিয়মিত দূমপান ও ২০ শতাংশ ধোঁয়াহীন তামাকজাতীয় দ্রব্য সেবন করতেন। তাদের ৫০ শতাংশের নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল।

বিএসএমএমইউয়ের নিজস্ব অর্থায়নে পরিচালিত গবেষণার ফলাফল গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে কর্মশালায় প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বক্তৃতা করেন অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, আইসিডিডিআরবি’র ইমেরিটাস সাইনটিস্ট ডা. মো. ইউনুস, অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেডিকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ