Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে ২১ লাখের বেশি মানুষ এইডসে আক্রান্ত

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমীক্ষায় বলছে এই মুহূর্তে ২১ লাখ মানুষ ভারতে এইচআইভি আক্রান্ত। আর তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মানুষ জানেনই না যে তাঁরা আক্রান্ত। সম্প্রতি একটি সমীক্ষায় এই ভয়ঙ্কর তথ্যটি উঠে এসেছে। যদিও, সমীক্ষায় আরও বলা হয়েছে গত কয়েক বছরে এই রোগে আক্রান্ত হওয়ার হার অনেকটাইঈ কমেছে। কিন্তু তারপরও চিন্তা থেকেই যাচ্ছে সেখানে। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন এনএসিও’এর পক্ষ থেকে সম্প্রতি এই সমীক্ষাটি চালানো হয়। সেখানে দেখা গেছে, এইডস আক্রান্তদের মধ্যে একটি বড় অংশই জানেন না যে তারা আক্রান্ত। শুধু তাই নয়, তাদের একটা বড় অংশ আবার গ্রামীণ এলাকা থেকে আসছেন। যদিও সংস্থার সদস্যরা জানিয়েছেন পর্যাপ্ত চিকিৎসাই এই রোগ সারানোর ক্ষেত্রে উপযোগী। তবে, তার জন্য আক্রান্তদের আর পাঁচটা সাধারণ মানুষের মাঝেই রেখে এই চিকিৎসা চালাতে হবে। এদিকে ভারতে এই রোগে আক্রান্ত রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গ পিছনের দিকে থাকলেও, সেখানেও সংখ্যাটা যথেষ্টই উদ্বেগজনক বলেই ঘঅঈঙ-র তরফে জানানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে ২১ লাখের বেশি মানুষ এইডসে আক্রান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ