বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সউদী আরব থেকে দেশে আসা এক বৃদ্ধা মঙ্গলবার জøর নিয়ে চিকিৎসার জন্য সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। তার শারিরীক লক্ষণ দেখে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিক একাধিক পরীক্ষা করিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়ার পর সিটকে পড়েন হাসপাতাল থেকে ৭০ বয়সী ওই বৃদ্ধা। পরে হাসপাতাল থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে বৃদ্ধার গ্রামের বাড়ি মোগলাবাজারের ইসলামপুরে যোগাযোগ করেন সিলেটের সিভিল সার্জন কর্তৃপক্ষ। সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ১০-১২ দিন আগে ওই মহিলা সৌদি আরব থেকে দেশে আসেন। জ্বর নিয়ে আজ তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কাছে যান। তার শারীরিক বিবরণ শুনে চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ করে কয়েকটি পরীক্ষা করতে বলার পর কৌশলে হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যান তিনি। পরে ওই মহিলার বাড়িতে যোগাযোগ করে সতর্কতার জন্য হীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আইসোলেশন ইউনিটে এসে ভর্তি হ্ওয়ার পরামর্শ দেয়া হয়। তবে ওই মহিলা হাসপাতালে ভর্তি হতে না আসায় তাকে বাড়িতেই ‘সেলফ কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে। তিনি যেন অন্য কারো সাথে না মিশেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে।’’ সিভিল সার্জন আরো জানান, আবারও ওই মহিলার সাথে যোগাযোগ করে তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাসপাতালে ভর্তির তাগিদ দেয়া হবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।