বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া শহরের কলোনী এলাকার সন্ত্রাসী কবির হোসেন মিনকো (৪০) গুলিতে নিহত হয়েছে । সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর ভাটকান্দি এলাকা থেকে পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় ।
এই ঘটনার বিবরণ দিয়ে বগুড়ার পুলিশ জানিয়েছে , সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর ভাটকান্দি এলাকায় প্রচন্ড গোলাগুলির শব্দে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) সনাতন চক্রবর্ত্তির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় । এরপর তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয় ।
এসময় সেখানে উপস্থিত লোকজন নিহত ব্যক্তিকে কলোনী এলাকার সন্ত্রাসী কবির হোসেন মিনকো (৪০) বলে শনাক্ত করে। তার বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় ১৫টি হত্যা , হামলা, দখল ও চাঁদাবাজীর মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ ।
এছাড়াও ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।