পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্ত্রীর দায়ের করা মামলায় তিতুমীর সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি জাকির হোসেনের স্ত্রী লিনা আক্তার রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার এজহারে লিনা অভিযোগ করেন, তাদের ১৪ বছরের একটা কন্যা সন্তান রয়েছে। কিন্তু সন্তান জন্ম নেয়ার পর থেকে যৌতুকের দাবিতে স্বামী তাকে শারীরিক নির্যাতন শুরু করেন। বিশেষ করে পুত্রসন্তান না হওয়ায় তার স্বামী বিভিন্ন সময় বেধড়ক মারধর, গালিগালাজ ও নির্যাতন করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি কলাবাগান নর্থ রোডের বাসায় তার স্বামী বেধড়ক মারধর করে ফেলে রাখেন। পরদিন থেকে জাকির হোসেন আত্মগোপনে চলে যান। এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নেন লিনা। সুস্থ হয়ে থানায় মামলা করেন তিনি।
কলাবাগান থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, নারী নির্যাতন মামলায় তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।