Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে জরিমানা

প্রস্তুত আইসোলেটেড ইউনিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সারা দেশের আইসোলেটেড ইউনিট প্রস্তুত করছে সরকার। চট্টগ্রামে আক্রান্তদের প্রথমে সীতাকুন্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। ওই হাসপাতালে ইতোমধ্যে চালু করা হয়েছে ১০ শয্যার ইউনিট। লক্ষীপুরে প্রস্তুত করা হয়েছে ১শ’ বেড।
এদিকে, দক্ষিণাঞ্চলে করোনা আতঙ্কে মানুষ। রাজধানীগামী লঞ্চে ভিড় হ্রাসপেয়েছে। অনেকে আগাম টিকেট সংগ্রহ করেও টিকেটের টাকা ফেরত আনছেন। বিভিন্ন জেলায় বেড়েছে মাস্কের বিক্রি। এ সুযোগে অতিরিক্ত মূল্য আদায় করছে ব্যবসায়ীরা। বসে নেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে প্রস্তুতি নেয়া হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ইনকিলাবকে বলেন, হাসপাতালের ডায়রিয়া ইউনিটের দু’টি কক্ষে আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে। বিশ্বের ৬ টি দেশ থেকে যারা আসবেন তাদের অন্ততঃ ১৪ দিন নিজ বাসায় অবস্থান করতে হবে বলেও জানান সিভিল সার্জন। তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ৩০টি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে কোয়ারেন্টাইনের জন্য হালিশহরের পিএইচ আমীন একাডেমি ও কাপ্তাই রাস্তার মাথা এলাকার সিডিএ পাবলিক স্কুলকে প্রাথমিকভাবে নির্ধারণ করে রাখা হয়েছে।
সিলেট ব্যুরো : মাস্ক বিক্রিতে অতিরিক্ত মূল্য আদায় করার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু হয়।
বরিশাল : দক্ষিণাঞ্চলে করোনা আতঙ্কে রাজধানীগামী লঞ্চে ভিড় হৃাস পেয়েছে। অনেকে আগাম টিকেট সংগ্রহ করেও টিকেটের টাকা ফেরত আনছেন। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, গতকাল করোনার জন্য ৫টি বেড বসানো হয়েছে। বিভাগীয় শহর হিসেবে পর্যায়ক্রমে আরো দেড়শ’ বেড স্থাপন করা হবে। বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, জেলার প্রতিটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বর্ধিত ভবনে ১২ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্তুতি চলছে বলে জানান বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বগুড়া : বগুড়ার সার্জিক্যাল দোকান গুলোতে মাস্ক কিনতে ভিড় জমায়। ফলে কিছু সময়ের ব্যবধানে সব মাস্ক বিক্রি বা উধাও হয়ে যায়। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান যারা মাস্ক ও হাত ধোয়ার জীবানুনাশক লোশনের সঙ্কট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহ : ময়মনসিংহে সার্জিক্যাল মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুইটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে নগরের দুর্গাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। তিনি জানান, অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।
লক্ষীপুর : করোনাভাইরাসে আক্রান্ত ও এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য লক্ষীপুরে ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রি না করায় গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের হাসপাতাল রোড এলাকার সার্জিক্যাল ফার্মেসী ও বিসমিল্লাহ সার্জিক্যাল মার্টকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ