Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিহীন আন্দোলন নামে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুয়া এনজিও পরিচালক আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ৪:১৯ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামের একটি ভুয়া এনজিও’র পরিচালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ওই পরিচালকের নাম শহিদুল ইসলাম (৩২)। তিনি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা গ্রামের আবুল হোসেনের ছেলে। 

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় জমি বরাদ্দ দেয়ার নামে ভূমিহীন লোকজনকে সদস্য অর্ন্তভুক্ত করার জন্য জড়ো করেন । এ সময় উপস্থিত লোকজনের কাছ থেকে সদস্য প্রতি একশত টাকা আদায় করে ভুয়া পরিচালক শহিদুল ইসলাম। এভাবে ওই এলাকার সতের জনের কাছ থেকে টাকা আদায় করেন তিনি। ভূমিহীন আন্দোলন নামের জিজ্ঞাসা করেন এলাকার স্থানীয় লোকজন । এতে সন্দেহ সৃষ্টি হলে শহিদুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয় । ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনজিও’র কাগজপত্র দেখতে চাইলে রেজিষ্ট্রেশন নম্বর বিহীন কিছু সদস্য ভর্তি ফরম ও নিজের ছবি সম্বলিত একটি পোষ্টার ছাড়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় শহিদুল ইসলাম। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, আটক শহিদুলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ