Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় নিখোঁজ নববধু পূর্ণিমার লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১০:১৮ এএম

পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূ সুইটি খাতুন পূর্ণিমার লাশ আজ ভোরে নগরীর শ্যামপুর এলাকা থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে। এ নিয়ে মোট নিখোঁজ ৮ জনের লাশ উদ্ধার করল উদ্ধার সার্ভিস কর্মীরা। ফিরোনিতে গত শুক্রবার নববধূ সুইটি ও তার স্বামীর বাড়ি রাজশাহী চরখিদিরপুর থেকে বাবার বাড়ি ফিরছিলেন। স্বামী আসাদুজ্জামান সুমণসহ বাবার বাড়ির লোকজন মিলে অন্তত ৩৮ জন দুটি নৌকায় ফিরছিলেন।
গত বৃহস্পতিবার চরখিদিরপুর এলাকার মৃত ইনসার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের সাথে বিয়ে হয় সুইটি খাতুনের। বিয়ের পর নববধূর সাজে স্বামীর বাড়িতে গিয়েছিলেন সুইটি খাতুন।
পরের দিন শুক্রবার স্বামীর বাড়িতে বৌভাত শেষে বাবার বাড়িতে ফেরত দিতে যাচ্ছিলেন তারা। কিন্তু যাওয়ার সময় পদ্মা নদীতে কিছু দূর যেতেই অতিরিক্ত যাত্রী বোঝাই এর কারণে দুটি নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ ৯ জন হয়। আজ সকাল পর্যন্ত পর্যায়ক্রমে নিখোঁজ ৯ জনের পর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানায়, সর্বশেষ নিখোঁজ লাশটিও উদ্ধার করা হলো। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ