Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের মাঝে স্যানিটেশন ও স্প্রে মেশিন বিতরণ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত স্যানিটেশন পায়খানা ব্যবহার করলে রোগ বালাই হতে মুক্ত হওয়া যায়। এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা পোকা-মাকড় হতে ফসলকে রক্ষা করতে স্প্রে ব্যবহার করলে ফসল ভালো হয়। কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের ২০১৯-২০ সালের অর্থ বছরে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে দরিদ্র কৃষকদের মধ্যে গত শনিবার সকাল ১১ টায় স্যানিটেশন সেট ও স্প্রে মেশিণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক । রাইখালী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন রাইখালী সাবেক ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা, কাপ্তাই পূজা কমিটির সভাপতি দীপক ভট্রাচায্য, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও ইউপি সদস্যগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ