Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সিনেমাকে শিল্পের মর্যাদা দেওয়া হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৭:৫৩ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওয়ান গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানে চলচ্চিত্র ও সিনেমাকে শিল্পের মর্যাদা দেওয়া হচ্ছে। ডেইলি পাকিস্তান, ডন
ডেইলি জাংয়ের খবরে বলা হয়, ফেরদৌস আশিক আওয়ান সাংবাদিকদের জানান, পাকিস্তানের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে। মোট ১৮ বার সংশোধনীর পর দেশের বিভিন্ন শহরে সেন্সর বোর্ড স্থাপন করা হয়েছে।
চলচ্চিত্র শিল্পের পুনরুজ্জীবনের পক্ষে তিনি বলেন, সিনেমা শিল্পের মাধ্যমে সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা একটি উন্নত ধারা। বিশ্বব্যাপী পাকিস্তানের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরতে সিনেমা নির্মাণের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন তিনি। তিনি বলেন, সকল বোর্ড মেম্বারদের পরামর্শ ব্যতীত কোনও নীতিমালা তৈরি বা কার্যকর করা হবে না। পাকিস্তানের সবধরণের চলচ্চিত্র নির্মাণকারীদের এই নীতির আওতাভুক্ত করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ