Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম ফিফটির রেকর্ড পান্তর

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নেপালের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে দ্রæততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ঋষভ পান্ত। ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান পঞ্চাশ ছুঁতে খেলেছেন ১৮ বল। যুব ওয়ানডেতে দ্রæততম অর্ধশতকের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ট্রেভন গ্রিফিথের। ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ১৯ বলে অর্ধশতকে পৌঁছে জর্জ বেইলির রেকর্ড ভেঙেছিলেন তিনি। ২০০১-০২ মৌসুমে কেনিয়ার বিপক্ষে ২১ বলে অর্ধশতকে পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ার বেইলি।
গতকাল মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে শেষ পর্যন্ত ৭৮ রানে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান পান্তর ২৪ বলের বিধ্বংসী ইনিংসটি ৯টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। মুখোমুখি হওয়া প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করা পান্ত মাত্র ৯ বলে পৌঁছে যান ২৭ রানে। মিডিয়াম পেসার আরিফ শেখের এক ওভারে দুটি ছক্কাসহ নেন ১৮ রান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্তর খেলা প্রথম নয় বলে দুটি ডট বল ছিল, তবে পরের নয় বলে একটি ডট বলও ছিল না। সপ্তম ওভারে পরপর দুটি চার হাঁকিয়ে পঞ্চাশে পৌঁছে রেকর্ড নিজের করে নেন এই তিনি। পান্তর এই খুনে ব্যাটিংয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে ৭ উইকেটে হারিয়ে গ্রæপ সেরা হয়েছে ভারত। এক ম্যাচ হাতে রেখেই ‘ডি’ গ্রæপ থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ভারত ও নেপাল। এই দুই দলের লড়াই ছিল তাই গ্রæপ সেরা নির্ধারণের। সেই লড়াইয়ে তিনবারের চ্যাম্পিয়নদের দারুণ জয় এনে দিয়েছেন পান্ত।
মিরপুরে কুয়াশার জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৮ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে নেপাল।
সর্বোচ্চ ৩৭ রান করেন সন্দিপ সানার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রাজবির সিংয়ের ব্যাট থেকে।
৩৪ রানে তিন উইকেট নিয়ে ভারতের সেরা বোলার আভেশ খান। এছাড়া মায়াঙ্ক দাগার ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। জবাবে ১৮ ওভার ১ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অধিনায়ক ইশান কিষাণের সঙ্গে পান্তর ৯.১ ওভার স্থায়ী ১২৪ রানের উদ্বোধনী জুটি ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যায়। ইশান করেন ৫২ রান। তার ৪০ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৭টি চার ও তিনটি ছক্কায়। বাকি কাজটুকু সহজেই সারেন সরফরাজ খান (২১*) ও আরমান জাফর (১২*)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুততম ফিফটির রেকর্ড পান্তর

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ