Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে: সিলেটে স্বস্তির নিঃশ্বাস

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৩:১৭ পিএম

অবশেষে স্বস্তির নিঃশ্বাস সিলেটে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া সিলেটের কানাইঘাটের সেই যুবকের শরীরে কোনো করোনাভাইরাস বিদ্যমান নেই। রোববার রক্ত পরীক্ষার রিপোর্ট সিলেটে এসেছে পৌঁছেছে। খবরটি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম-ল।
সিভিল সার্জন জানান, জাকারিয়ার শরীরের রক্তপরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তার রিপোর্ট নেগেটিভ- অর্থাৎ তার শরীরে কোনো করোনাভাইরাস বিদ্যমান নেই। তাকে কবে রিলিজ দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। একটি বোর্ড গঠন করে বৈঠকে বসে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে শনিবার রাতেই রিপোর্টের বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি হওয়া কানাইঘাটের জাকারিয়া নামক যুবকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। কানাইঘাটের ওই যুবকের অবস্থা আগের চাইতে একটু ভালো। সে এখন ঘন ঘন কাশছে না এবং জ্বরের মাত্রাও একটু কম। তিনি বলেন, বৃহস্পতিবার তার রক্ত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল।
উল্লেখ্য, কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে দুবাই প্রবাসী জাকারিয়া (৩২) ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে’ গত বুধবার থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সব রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটালো তার শরীরের রক্তপরীক্ষার ফলাফল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করলো টেস্টের রিপোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ