Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:১৪ পিএম

এবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার আটলান্টার একটি আদালতে ট্রাম্পের পক্ষে তার প্রচারণা শিবির এ মামলা দায়ের করে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মতপ্রকাশ করে সিএনএন। এতে চটে যান ট্রাম্প। এরপর সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমগুলোর ওপর একের পর এক মামলা করেই যাচ্ছেন ট্রাম্প।

এর আগে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। শুক্রবারের মামলাসহ গত ১০ দিনে শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে তৃতীয় মামলা ঠুকল ট্রাম্প শিবির।

যেসব প্রতিবেদনের ওপর এসব মামলা করা হয়েছে তার সবকটি রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতি বহির্ভূত সম্পৃক্ততা বিষয়ে। এদিকে মামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সিএনএন।

তবে দেশটির রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, মামলাগুলোতে ট্রাম্পের জেতা সহজ হবে না। কারণ যুক্তরাষ্ট্রের আইনে কলাম লেখকদের সুরক্ষা নিশ্চিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ