Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইসলামের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মাওলানা মোহাম্মদ মাকছুদ উল্লাহ রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় রাইফেল ক্লাব নানকিং কনভেনশন হলে গ্রন্থটির প্রকাশনা উৎসবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ইসলামের বিধান কতটা মেনে চলতেন বঙ্গবন্ধু বইটিতে সেটা তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনে ইসলামের প্রতিটি দিক প্রতিফলিত হয়েছে। এরপরও বঙ্গবন্ধু ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ।
মেয়র বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে জাতির অবিসংবাদিত মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্র্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু এমন মন্ত্রে দিক্ষিত করলেন নিরীহ, নিরস্ত্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন।
গ্রন্থটির লেখক মাওলানা মোহাম্মদ মাকছুদ উল্লাহ বলেন, বঙ্গবন্ধু ইসলামকে কীভাবে অনুসরণ করতেন, ইসলামের বিধান মেনে চলতেন আমার লেখা গ্রন্থটিতে সেটি তুলে ধরার চেষ্টা করেছি। ইসলামের মৌলিক বিষয়গুলো বা আকিদা সব মেনে চলতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবনে ইসলামের যে অবশ্যই করণীয় বিষয়টি বেশি দেখা গেছে, সেটি হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। এই গ্রন্থ লেখায় রাজনৈতিক কোন অভিসন্ধি নেই। যেটি সঠিক সেটাই তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর প্রেরণা নিয়ে যদি আমরা এগিয়ে যায়, তাহলে বাঙালি কখনো পরাজিত হবে না। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বক্তব্য দেন শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা, কুবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষাবোর্ড সচিব প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু শেখ মুজিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ