Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের আচরণ অপছন্দ করেন অধিকাংশ মার্কিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

এমনিতেই বিভিন্ন কারণে নিজের আচরণে বিশ্বে প্রায় সব সময় সমলোচিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে পাওয়া গেল নতুন এক জনমত জরিপ। এই জনমত জরিপে পাওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপ্তরিক আচরণকে দেশটির বেশিরভাগ জনগণ পছন্দ করেন না। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ ইস্যু যেভাবে মোকাবেলা করেন তার সঙ্গেও দেশের জনগণ একমত নন। বৃহস্পতিবার পিউ রিসার্চ সেন্টার নামে এক জরিপ সংস্থা এ জরিপ চালিয়েছে। জরিপে দেখা যাচ্ছে, মাত্র শতকরা ১৫ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের দাপ্তরিক আচরণ পছন্দ করেন বলে জানিয়েছেন। শতকরা ৫৩ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের আচরণ পছন্দ করেন না। আর ৩০ ভাগ মানুষ ট্রাম্পের আচরণ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন। দেশের সমস্যা মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্পের ভ‚মিকার প্রতি অনাস্থা জানিয়েছেন শতকরা ৫৮ ভাগ মানুষ। আর শতকরা ৪২ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ