Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলে দেয়া হয়েছে পবিত্র কাবা’র মাতাফ এলাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ওমরাহ করতে যাননি এমন প্রার্থনাকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সউদী আরবে পবিত্র কাবা’র মাতাফ এলাকা। কাবা শরীফের চারপাশে বৃত্তাকার যে এলাকায় হজযাত্রী বা ওমরাহকারীরা তাওয়াফ করেন তাকে মাতাফ বলা হয়। সরকারি বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, শনিবার ওই এলাকা নতুন করে খুলে দেয়া হয়েছে। নতুন করোনা সংক্রমণের জন্য পূর্ব সতর্কতাম‚লকভাবে ওমরাহ কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শেখ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস প‚র্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্রান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহবান জানিয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের পর তা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে বিধিনিষেধ আরোপের পর প্রথমবারের মতো শুক্রবার মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পবিত্রকাবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ