Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিনায়ক মাশরাফীর শেষ ম্যাচ: ক্রিকেটপ্রেমীদের যে প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:৪০ পিএম

অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ ম্যাচ খেললেন মাশরাফী বিন মোর্ত্তজা। দৃশ্যত কারণেই অধিনায়ক মাশরাফীর শেষ ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে সরব ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ফেইসবুকে অনেকেই তার অবদানকে স্মরণ করেছেন। তুলে ধরেছেন নানা কৃতিত্ব। 


জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজা ঘোষণা দেন, শুক্রবারের ম্যাচটিই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ। তিনি বলেন, "এটাই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।’’ তবে অবসরের কোন ঘোষণা তিনি দেননি। তিনি বলেন, এরপর সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবেন।

সংবাদ সম্মেলনে টানা কথা বলবার এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় বাংলাদেশের হয়ে সবচাইতে বেশি ম্যাচ জেতা এই অধিনায়ককে। তবে গেল জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণ করার পর থেকে নানা বিতর্ক ও সমালোচনা হয়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম এই সেরা অধিনায়ককে ঘিরে।

লিখন তাজুল লিখেছেন, ‘‘আমরা অকৃতজ্ঞ জাতি খুব সহযেই অতীত ভূলে যাই। মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের ত্যাগের কথা চিন্তা করলেই সবাই বুঝতে পারবে।’’

এ এস খাইরুল আমিন লিখেছেন, ‘‘বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি যদি অবসর নেন তাহলে বাংলাদেশের জন্যে এক অপূরণীয় ক্ষতি। তবু্ও বিদায় নিতেই হবে পরবর্তী অংশকে সুযোগ করে দিতে হবে। তোমার বিদায়ে তোমার প্রতি শ্রদ্ধাশীল বাঙালী জাতি,,।’’

অশিম কুমার লিখেছেন, ‘‘আগামী ৫০ বছর এ মাশরাফির মতো অধিনায়ক পাবে না বাংলাদেশ ক্রিকেট টিম। আরও আগের থেকেই মাশরাফির সঙ্গে ডেপুটি করে কাউকে ট্রেনিং করানোর দরকার ছিল। মাঠে ততক্ষণাত সিদ্ধান্ত নিয়ে ম্যচ ঘুরিয়ে দেওয়ার মতো, বিচক্ষণতা শুধু মাশরাফিরই ছিলো।বাকিরা চাপে পড়লে, হারার আগেই হেরে বসে থাকে।’’

সৈয়দ নাজমুল হুসাইন লিখেছেন, ‘‘একদিন সবাইকেই শেষ রেখা টানতে হয়, যেমনটা আজ মাশরাফি করেছেন। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান চিরভাস্কর হয়ে থাকবে।’’

ইয়াসিন ফারহান চৌধুরী লিখেছেন, ‘‘একদম সঠিক সিদ্ধান্ত। বিশ্বকাপের আবার খারাপ কিছু হলে ওরেই আবার দোষারোপ করবে জাতির মানুষ। আবার পরবো চাপ।এর চেয়ে ভালো অবসর নিয়ে চাপ মুক্ত সে সামনের খেলা খেলুক।’’

রিয়াসাত বিন কামাল লিখেছেন, ‘‘একইসাথে অবসর নিয়ে নেওয়া উচিৎ। না হলে পরবর্তীতে তাকে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে... এককালের বাংলাদেশের ব্র‍্যান্ড আশরাফুল এখন যেমন চান্স পায় না... বাংলাদেশ বড়ই বিচিত্র.।’’

মাহমুদুল হাসান লিখেছেন, ‘‘অবসর নিলেই ভালো হবে এখানে মিস করার কিছু নেই। ওর জন্য আমি ক্রিকেট খেলা দেখা বাদ দিয়েছি, যত তাড়াতাড়ি অবসরে যাবে তত ভালো।

আব্দুল লতিফ লিখেছেন, ‘‘ক্রিকেটার মাশরাফিকে সবাই ভালবাসে শ্রদ্ধার সাথে মনে রাখবে। কিন্তু একজন রাজনৈতিক মাশরাফিকে সবাই ভালোবাসতে কিংবা শ্রদ্ধা নাও করতে পারে, তাই যেহেতু সে বর্তমানে রাজনৈতিক নেতা তাই তাকে তর্কবিতর্কের সাথেই চলতে হবে এখন থেকে।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিনায়ক মাশরাফী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ