Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণসা মোহাম্মদ স্বপন নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। গতকাল বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। 

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা। এসময় গ্রিন চ্যানেলে নজরদারি ও যাত্রীদের তল্লাশি করা হয়। একপর্যায়ে বিকেল ৫টায় মালয়েশিয়া থেকে আগত ফ্লাইট নম্বর বিএস-৩১৬-এর যাত্রী মোহাম্মদ স্বপনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হলে তার কাছ থেকে এক কেজি ৯০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটক স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।
তিনি আরো জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ