নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসের পুরুষ ফুটবলে খেলছে না আফগানিস্তান। এ খবর পুরনো। এবার নতুন খবর হচ্ছে এ আসরের মহিলা ফুটবল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ফলে আসন্ন এসএ গেমস মহিলা ফুটবলের ফরম্যাট বদলাতে হয়েছে আয়োজক ভারতকে। নতুন সূচী অনুযায়ী গেমসের মহিলা ফুটবলে এখন পাঁচ দেশ অংশ নিচ্ছে। মহিলা ফুটবলে আফগানিস্তান না খেলায় এখন আর গ্রæপিং থাকছে না। আয়োজকরা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতেই খেলাবে পাঁচ দেশকে। সেখানে সবাই খেলবে সবার সাথে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল ১৫ ফেব্রæয়ারি গেমসের ফাইনাল খেলবে। ব্রোঞ্জপদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে না। পয়েন্ট টেবিলের তৃতীয় দল পাবে ব্রোঞ্জপদক। এ তথ্য গতকাল আয়োজকরা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ)।
নতুন সূচী অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ ফেব্রæয়ারি নেপালের বিপক্ষে। আগের ফিক্সচার অনুযায়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গেমসের উদ্দেশে ৪ ফেব্রæয়ারি ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল। খেলার সূচীতে পরিবর্তন আসায় বেশ বিপত্তির মধ্যে পড়লো লাল-সবুজের নারী ফুটবল দল। মহিলা ফুটবলের ভেন্যু শিলংয়ে। শিলংয়ে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নেই। ৪ ফেব্রæয়ারি বিকেলে গৌহাটি পৌঁছানোর কথা মহিলা ফুটবল দলের। গৌহাটি থেকে সড়ক পথে শিলং যেতে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে। বিকেলে গৌহাটি পৌঁছে রাতে শিলং গিয়ে পরের দিন সকাল সাড়ে নয়টায় ম্যাচ খেলা অনেকটাই অসম্ভব। যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মহিলা দলকে বৃহস্পতিবারের পরিবর্তে বুধবার পাঠানোর অনুরোধ করেছে বিওএ’র কাছে। তবে ঐ দিন অবশ্য অন্য ডিসিপ্লিনের জন্য বিমানের সীট সংরক্ষিত রয়েছে। এর পাশাপাশি বিওএ’কে বাফুফে আরেক চিঠিতে জানিয়েছে, পুরুষ ও মহিলা ফুটবল দলকে ফেরার পথেসড়ক পথে না এনে বিমানে আনার জন্য। বাফুফের চাহিদা খতিয়ে দেখছে বিওএ। তবে তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছেনি। নেপাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও বৃহস্পতিবার রওয়ানা দিয়ে পরদিন খেলে ভালো পারফরম্যান্স করাটা কঠিন হবে বলে মনে করছেন কোচ গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশের অন্য ম্যাচগুলো ৭ ফেব্রæয়ারি ভারত, ৯ ফেব্রæয়ারি মালদ্বীপ এবং ১৩ ফেব্রæয়ারি শ্রীলংকার বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।