Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে ফেভারিট মানছে না নামিবিবিয়া!

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী, কক্সবাজার থেকে : স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতে নাবিমিয়ার জিম্বাবুইয়ান কোচ রাঙ্গারিয়ারি মানিয়ান্ডে ২ শিষ্যকে দেখিয়ে বলেছিলেনÑ ‘এরা দু’জন কিন্তু রাগবিও খেলে। আমাদের ফিল্ডিং শক্তি বাড়িয়ে দিয়েছে এরাই। লং অনে ক্যাচটি দেখেছ?’ গতকাল অনুশীলন শেষে ক্রিকেটার পরিচয়ের বাইরে অন্য খেলায় দক্ষতার পরিচয় পাওয়া গেল ৫ জনের। দ.আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩৭’র চ্যালেঞ্জে নামিবিয়া যুবারা জিতেছে যে ম্যাচ, ওই ম্যাচের নায়ক (নট আউট ৫৮) উইকেট কিপার লোহান লরেন্স নাকি নাবিবিয়া জাতীয় রাগবি দলের খেলোয়াড়। পেস বোলার ক্রিশ্চিয়ান অলিভিয়েরা এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫২ রানের ইনিংসে ওপেনিং ব্যাটসম্যান কাম লেগ স্পিনার নিকোলাস ডেভিনের পরিচয়ও ক্রিকেট একমাত্র নয়, বরং নামিবিয়ার জাতীয় খেলা রাগবিতে দেশটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়! দ.আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৭ রানের সময়োচিত ইনিংসে দলের জয়ে অবদান রাখা কার্ল ব্রিটস এবং বাঁ হাতি পেস বোলার জার্গেন লিন্ডে ক্রিকেট ছাড়াও নামিবিয়া জাতীয় যুব হকি দলের খেলোয়াড়! এদের দারুণ সম্মিলনেই নাকি নামিবিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিস্ময় দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস রচনা করে দলটির লক্ষ্য আরো দূরে।
দলগত পারফরমেন্সই নাকি দলটির মূল শক্তি, এমনটাই জানিয়েছেন কোচ রাঙ্গিরিয়ারি মানিয়ান্ডোÑ ‘আমরা একটা দল হিসেবে খেলি, এটাই সবচেয়ে বড় শক্তি। সবাই দলে অবদান রাখে।’ উপভোগের মন্ত্রে ক্রিকেট খেলার দর্শনটা ঢুকিয়ে দিয়েছেন তিনি শিষ্যদেরÑ ‘আমাদের দলটা থুব চনমনে, ফুরফুরে। সবাই একতাবদ্ধ। সবাই পরস্পরের সাফল্য উপভোগ করে। আর আমরা একজনের ওপর নির্ভর করি না। অনেকে ভালো খেলেছে, অনেকে এখনও পারেনি। আমি নিশ্চিত করে বলতৈ পারি, যে কোনো সময় ওরা জ্বলে উঠবে।’
বলে-কয়ে হারিয়েছে নামিবিয়া দ.আফ্রিকাকে, এখন লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন। এমন হুংকারও দিয়েছেন নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের কোচÑ ‘গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছি আমরা। এই দলের বিপক্ষে খেলা হয়নি, তবে জানি আমাদের অপেক্ষায় কি আছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি, এখন আমরা তাকিয়ে বাংলাদেশ ম্যাচের দিকে। অবশ্যই আমরা চাইব গ্রæপের সেরা দল হতে। আমরা যতটা সম্ভব ভালো কতে চাই। যতদূর সম্ভব যেতে চাই এই বিশ্বকাপে। এখানে আার আগে আমরা জানতাম যে আমরা চমকে দিতে পারি সবাইকে। সেটা আমরা দেখিয়েছিও। এখনও অনেক কিছু করার বাকি আছে। প্রমাণ করতে চাই যে গতকালে জয় ফ্লুক ছিল না।’ যুব বিশ্বকাপে আমরা নিয়মিতই খেলছি। কিন্তু এত ভালো আগে করতে পারিনি। সবাই তাই খুব রোমাঞ্চিত। শুধু ছেলেরা নয়, দেশেও সবাই দারুণ রোমাঞ্চিত, সবাই খুশি। আমাদের মনোযোগ এখন পরের ম্যাচে।’
বাংলাদেশের মাটিতে খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে, যে প্রতিপক্ষের বিপক্ষে কখনো জেতার রেকর্ড নেই অতীতে। তারপরও বাংলাদেশকে ফেভারিট বলতে নারাজ এই কোচÑ ‘কোনো দিক থেকেই বাংলাদেশ ফেবারিট নয়। এই মুহূর্তেও তো রান রেটে আমরাই এগিয়ে। ওরা অবশ্য টেস্ট খেলুড়ে দেশ, সেদিক তেখে বলতে পারেন ওরা ফেবারিট। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, কালকে কোনো দলই ফেবারিট না। একই সমান। বাংলাদেশ অবশ্যই কন্ডিশনে অভ্যস্ত। তবে আমরাও দুটি ম্যাচ খেলে ফেলেছি। আমরা বেশ আত্মবিশ্বাসী। যেভাবে আমরা জিতে এসেছি, সেটা করতে পারলে না জেতার কারণ নেই।’
এই ম্যাচে হেরে গেলে কোয়ার্টার ফাইনালে পড়তে হবে ভারতের সামনে, তাতেও কোন ভয় কাজ করছে না নামিবিয়া কোচের। বরং নিউজিল্যান্ডের বিপক্ষে নেপালের জয় থেকে প্রেরণা নিয়ে সামনে এগোনোর টার্গেট তারÑ ‘কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। নেপাল সেটা দেখিয়েছে। বিশ্বকাপে সহজ দল নেই, সবাই তৈরি দল। নিজের দিনে ভালো খেললে কেউই সহজ প্রতিপক্ষ নয়।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশকে ফেভারিট মানছে না নামিবিবিয়া!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ