Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোলিং কোচের অপেক্ষা বাড়ছে

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত মে মাসে জিম্বাবুইয়ান বোলিং কোচ হিথ স্ট্রিক চুক্তি নবায়নে অসম্মতি প্রকাশ করলে নতুন বোলিং কোচের সন্ধানে নেমে পড়েছে বিসিবি। গত মাসে পাকিস্তানী বোলিং কোচ আকিব জাভেদকে চূড়ান্ত করে তার নাম প্রকাশ করেও হতাশ হতে হয়েছে বিসিবিকে। বিসিবি’র প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আকিব জাভেদ। পরিস্থিতির মুখে পছন্দের তালিকা থেকে বোলিং কোচ বেছে নিয়ে ঈদ উল ফিতরের আগেই তার নাম ঘোষনা করার কথা ছিল বিসিবি’র। ইংল্যান্ড সফরকে সামনে রেখে আগামী ২০ জুলাই থেকে অনুষ্ঠেয় অনুশীলন ক্যাম্পের শুরু থেকে বোলিং কোচকে পাওয়া যাবে বলে বিসিবি’র পক্ষ থেকে আভাস দেয়া হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সে উদ্যোগ পিছিয়ে গেছে বলে একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ‘দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়া দেরি হতে পারে। যত ভাল অফারই থাকুক না কেন, এখন যে অস্থির অবস্থা, সেটা কেটে পরিবেশ শান্ত ও স্থিতিশীল হলেই হয়ত কোচ চলে আসবেন। তার আগে খুব সহসাই কারো আসার সম্ভাবনা কম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোলিং কোচের অপেক্ষা বাড়ছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ