নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম স্ত্রী রোজিমেরি ছোলবির সঙ্গে ১৯৬৬ সালে ঘর বাঁধেন পেলে। ১৯৮২ পর্যন্ত এই জুটি টিকে থাকার ফসল তিন সন্তান। দীর্ঘ এক যুগ একাকী চলার পর ১৯৯৪ সালে সঙ্গী হিসেবে আসিরিয়া লেমোসকে (দ্বিতীয় বিয়ে) ঘরে আনেন ফুটবলের রাজা। এই জুটি টিকে থাকে ২০০৮ সাল পর্যন্ত। এ পক্ষে পেলের দুটি সন্তান রয়েছে। ফের সাতপাকে বাঁধা পড়েছেন পেলে। গেল পরশু রাতেই তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন বলে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র। ৭৫ বছর বয়সী কিংবদন্তির এবারের পাত্রী মার্সিয়া সিবেলে আওকি। ৬ বছর প্রেম করার পর ৪২ বছরের এই জাপানি ব্যবসায়ীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পেলে। ব্রাজিলের বিখ্যাত সাও পাওলো বন্দরের গুয়ারুজাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পেলের আত্মীয়-পরিজনসহ ভক্তবৃন্দ। জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জীবনসঙ্গী হিসেবে মার্সিয়াকে বরণ করে নেবেন পেলে। ১৯৮০ সালে নিউইয়র্কে প্রথম পরিচয় হলেও ২০১০ সালে মার্সিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পেলের। আগেই অবশ্য পেলে এবং মার্সিয়ার মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ব্রাজিল কিংবদন্তির অসুস্থতার জন্য তা পিছিয়ে যায়। এখনও পেলে সম্পূর্ণ সুস্থ নন বলেই জানিয়েছেন তার চিকিৎসকরা। তার মধ্যেও জাপানি বংশোদ্ভ‚ত মেডিসিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মার্সিয়ার সঙ্গে বিয়ের পর্ব সেরে রাখছেন তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।