Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ফুটবল

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের খেলা হবে পল্টন ময়দানে। মূলত এটি সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদ আনন্দ উৎসব। আজ সকালে ওয়ালটন সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বিকালে। এ আসরে ১২ দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল ৮ হাজার ও রানার্সআপ দলকে ৪ হাজার টাকা প্রাইজমানির সঙ্গে ট্রফি দেয়া হবে। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ২ হাজার টাকা করে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ১ হাজার করে টাকা প্রাইজমানির পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোম অ্যাপ্ল্যায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। দলগুলোকে ইতোমধ্যে জার্সি ও বল দেয়া হয়েছে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রæপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও অংশগ্রহণকারী ১২টি দলের ম্যানেজার ও অধিনায়করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ