Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

১ দি ইনভিজিবল ম্যান

২ সোনিক দ্য হেজহগ
৩ দ্য কল অফ দ্য ওয়াইল্ড
৪ মাই হিরো অ্যাকাডেমিয়া : হিরোজ রাইজিং
৫ বার্ডস অফ প্রে

দি ইনভিসিবল ম্যান
এইচ. জি. ওয়েলসের ক্লাসিক উপন্যাস অবলম্বনে লি হোয়ানেল পরিচালিত সাইফাই থ্রিলার ‘দি ইনভিজিবল ম্যান’। ‘ইনসিডিয়াস : চ্যাপ্টার থ্রি’ (২০১৫) এবং ‘আপগ্রেড’ হোয়ানেল পরিচালিত চলচ্চিত্র।
সিসিলিয়া (এলিজাবেথ মস) তার নির্যাতন পরায়ণ প্রেমিক বিজ্ঞানী এড্রিয়ানের (অলিভার জ্যাকসন-কোয়েন) সঙ্গে এখন আর থাকতে চায় না। নিজের জীবন বাঁচাতে সে তার কাছ থেকে পালায়। এর কিছুদিন পর এড্রিয়ানের উকিল তার সঙ্গে যোগাযোগ করে জানায় তার মক্কেল আত্মহত্যা করেছে এবং তার সব সম্পদ তাকে দিয়ে গেছে। এড্রিয়ান আত্মহত্যা করবে বিশ্বাস করতে পারে না সিসিলিয়া। বন্ধুরা তাকে বলে এড্রিয়ানকে ভয় পাবার কিছু নেই। তার মনে পড়ে এড্রিয়ান তাকে বলেছিল সে যেখানে যাক না কেন তাকে এড্রিয়ান খুঁজে বের করে ফেলবে আর তাক কাছে এলেও সে তাকে দেখতে পাবে না। তার বিশ্বাস এড্রিয়ান মারা যায়নি এবং অদৃশ্য হবার কোনও উপায় উদ্ভাবন করেছেন। সিসিলিয়া তার বন্ধুদের এ কথা বললেও তারা তাকে বিশ্বাস করতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ