Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হবে ২৬ মার্চ

গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১০:০১ এএম

নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার ‘বাংলাদেশ ডে’ উদযাপন করা হবে। নবম বারের মতো নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে “বাংলাদেশ ডে” হিসেবে। বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবসের এদিনে আলবেনীর ক্যাপিটাল হিলে আবারো উড়বে বাংলাদেশের পতাকা।
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষে গত ১ মার্চ রোববার ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার বাফা কার্যালয়ে কমিউনিটি নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। ব্যাপক আয়োজনে দিবসটি উদযাপনের জন্য গঠন করা হয় একটি আহ্বায়ক কমিটি।
বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনুকে কনভেনার, মো. শামিম মিয়াকে মেম্বার সেক্রেটারী এবং এ ইসলাম মামুনকে চীফ কোঅর্ডিনেটর করে এ কমিটি গঠন করা হয়।
মূলধারার রাজনীতিক আবদুস শহীদ প্রধান উপদেষ্টা এবং মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার এ কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা দিবস

২৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ