আবার আসব
আমরা ফিরে যাচ্ছি ক্যাম্পে। আবার আসব- আসতে হবে আমাদের। আগে বাড়া- পিছু হঠা- এটাই আমাদের
১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে বীর বাঙ্গালী জনতার সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম। ২৬৭ দিন স্থায়ী হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বপ্নের স্বাধীনতা। ২ লক্ষ নারীও শিশু ধর্ষিত হয় আমাদের মুক্তি যুদ্ধ চলাকালে। ১,১১১ জন বুদ্ধিজীবীকে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল ১৪ ডিসেম্বর ১৯৭১ খ্রষ্টাব্দে। ১১টি সেক্টরে বাংলা দেশকে বিভক্ত করে মুক্তি বাহিনী স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করে।
১৬ ডিসেম্বর লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় মুক্তি যুদ্ধের বিজয়। আমাদের বহু আকাংঙ্খিত স্বপ্নের স্বাধীনতা।
মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য মুক্তি যোদ্ধাদের ৪ ধরণের পদকে ভূষিত করা হয়।
(১) বীরশ্রেষ্ঠ ৭ জন। (২) বীর উত্তম ৬৮ জন (৩) বীর বিক্রমঃ- ১৭৫ জন (৪) বীর প্রতীক ৪২৬ জন।
বীর প্রতীক খেতাব প্রাপ্ত ২ জন মহিলারা হলেন যথাক্রমে তারামন বিবি এবং সেতারা বেগম।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সংগ্রামী চেতনার বিকাশ ঘটেছিল আমাদের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের মধ্য দিয়ে। সেদিন সংগ্রামী চেতনার লালনে জনগণ ছিলেন প্রচন্ড প্রতিবাদী ও আশাবাদী দীপ্ত আলোর মুক্ত আযাদী সংগ্রামের অতন্দ্র প্রহরী। আমাদের স্বাধীনতার গর্বীত বীরশ্রেষ্ঠরা হলেন-
(১) সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানঃ- জন্ম - ২রা ফেব্রুয়ারী ১৯৫৩ খ্রিষ্টাব্দ
পিতার নাম - আাব্বাস আলী, মাতার নাম - কায়দুন নেসা, মৃত্যু - ২৮ অক্টোবর ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : খোরদা খালিশপুর, ইউনিয়ন : সুন্দরপুর, বজরাপুর, খলিশপুর, উপজেলা : মহেশপুর, জেলা : ঝিনাইদহ।
(২) ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, জন্ম ঃ ১লা মে ১৯৪৩ খ্রিষ্টাব্দ, পিতার নাম - মুন্সী মেহেদী হাসান, মাতার নাম - মোছাঃ মুকিদূন্নেসা, মৃত্যু - ২০ এপ্রিল ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : সালামতপুর, ইউনিয়ন : কামারখালী, উপজেলা : মধূ খালী, জেলা : ফরিদপুর।
(৩) সিপাহী মোস্তফা কামাল, জন্ম - ১৬ ডিসেম্বর ১৯৪৭ খ্রিষ্টাব্দ, পিতার নাম - হাবিবুর রহমান, মৃত্যু - ৮ এপ্রিল ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : পশ্চিম হাজীপুর
ইউনিয়ন : আলীনগর, উপজেলা : ভোলা সদর, জেলা : ভোলা।
(৪) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, জন্ম - ২৬ এপ্রিল ১৯৩৬ খ্রিষ্টাব্দ, পিতার নাম - মোহাম্মদ আমানত শেখ, মাতার নাম - মোছাঃ জান্নাত বেগম, মৃত্যু - ৫ সেপ্টেম্বর ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : মহেশ খোলা, ইউনিয়ন : চন্ডিবারপুর, উপজেলা : নড়াইল সদর, জেলা : নড়াইল, স্মৃতি স্তম্ভের স্থান ঃ কাশিরপুর, শার্ষা, যশোর।
(৫) ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্ম - ১৯৪৭ খ্রিষ্টাব্দ, মৃত্যু - ১৪ ডিসেম্বর ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : রহিমগঞ্জ, ইউনিয়ন : আগরপুর, উপজেলা : বাবুগঞ্জ, জেলা : বরিশাল। স্মৃতি স্তম্ভের স্থানঃ সোনা মসজিদ, চাপাই নবাবগঞ্জ।
(৬) স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, জন্ম - ১৯৩৪ খ্রিষ্টাব্দ, পিতার নাম - মোহাম্মদ আজহার মিয়া, মাতার নাম - জুলেখা খাতুন, মৃত্যু - ১০ ডিসেম্বর ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : বাঘচাপড়া, ইউনিয়ন : দেউটি, উপজেলা : বেগমগঞ্জ, জেলা : নোয়াখালী। স্মৃতি স্তম্ভের স্থানঃ লাকপুর সি’ফুড রুপসা খুলনা।
(৭) ফ্লাইট লেফ্টেন্যান্ট মতিউর রহমান, জন্ম - ২১ ফেব্রুয়ারি ১৯৫৪ খ্রিষ্টাব্দ, পিতার নাম - আব্দুস সামাদ, মৃত্যু - ২০ আগস্ট, ১৯৭১ খ্রিষ্টাব্দ, গ্রাম : রামনগর, ইউনিয়নঃ মুসাপুর, উপজেলাঃ রায়পুর, জেলাঃ নরসিংদী। স্মৃতি স্তম্ভের স্থান বিএএফ শাহীন কলেজ ক্যাম্পাস, কুর্মিটোলা, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।