পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশার জন্ম কিন্তু অপরিষ্কার পানিতে নয়, পরিষ্কার পানিতে। তাই বাসাবাড়িতে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। এখন মশা নিধন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
গতকাল বুধবার দুপুরে রূপনগর আবাসিক এলাকায় ‘বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা করেন।
আতিকুল বলেন, কাউন্সিলরদের বলেছি, বাড়িঘর, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালতে জনসচেতনতা বাড়াতে। এডিস মশা নিধন আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের জনবল থেকে শুরু করে মেশিনারিজ যা কিছু আছে গত বছর থেকে এবার আরো বাড়ানো হয়েছে।
তিনি বলেন, গত নির্বাচনের সময় আমরা রূপনগর আবাসিক এলাকায় এসেছিলাম, তখন দেখেছি রূপনগর খালটির কী দুরবস্থা। এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন জন্য আমরা দুইটি মেশিন এনেছি বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।