মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাথে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরের পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আবারও আক্রমণ চালিয়েছে তালেবানরা। এই হামলায় পুলিশসহ অন্তত ২০ সেনার প্রাণহানি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোষ্ঠীটির শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদারের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটে। এর জবাবে গতকাল আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল সকালে কুন্দুজের ইমাম সাহিব জেলার মোট ৩টি সামরিক ক্যাম্পে একই সঙ্গে তালেবান হামলার ঘটনা ঘটে। তালেবান যোদ্ধাদের এই আক্রমণে আফগান সরকারের ১৪ সেনা সদস্য নিহত হন। আগের দিন মঙ্গলবার রাতে উরুজগান প্রদেশে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। সেই হামলায় ৬ জন পুলিশ সদস্য নিহত হন বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র জাগাই ইবাদি।
আগেরদিন মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তালেবান নেতার সঙ্গে ফোনালাপের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেছিলেন, আমি আজ তালেবান নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। এখন আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। এর বিরুদ্ধে আমরা সকলেই একমত।
তালেবান হামলার জবাবে আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ১১ দিন বিরতির পরে আবার যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করল। ইউএস ফোর্সেস-আফগানিস্তানের মুখপাত্র সনি লেগেট টুইট করেছেন যে, হেলমান্দ প্রদেশের আফগান বাহিনীর একটি চৌকিতে ‘আক্রমণ করা’ থাকা তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে এই বিমান হামলা করা হয়। এটি একটি প্রতিরক্ষামূলক হামলা ছিল। তিনি বলেন, ‘আমরা তালেবানদের অযথা আক্রমণ বন্ধ করতে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়েছি। আমরা প্রমাণ করেছি যে, প্রয়োজনে আমরা আমাদের সহযোগিদের রক্ষা করব।’
শনিবারের চুক্তি স্বাক্ষরের পর থেকে তালেবানরা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিজয়’ দাবি করে আসছে এবং সোমবার তারা ঘোষণা করেছে যে তারা আফগান জাতীয় বাহিনীর উপর আক্রমণ পুনরায় শুরু করবে। কিন্তু, ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের অবসান ঘটাতে তালিবান ও ওয়াশিংটন উভয়েরই ‘সাধারণ আগ্রহ’ রয়েছে।
গনি সরকার গত সপ্তাহে তালেবানদের সাথে ‘প্রাথমিক যোগাযোগ’ শুরু করার জন্য একটি প্রতিনিধি দল কাতারে প্রেরণ করেছিল, তবে তালেবান মুখপাত্র সুহেল শাহীন মঙ্গলবার বলেছিলেন যে, জঙ্গিরা তাদের বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা ছাড়া কাবুলের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করবে না।
তালেবান ও আফগান সরকারের মধ্যে সমস্যার মূলে রয়েছে মার্কিন চুক্তি। দোহায় সাক্ষরিত মার্কিন-তালেবান চুক্তিতে বন্দীদের মুক্তি দেয়ার কথা বলা হয়েছিল। এদিকে, কাবুলে সাক্ষরিত মার্কিন-আফগান সমঝোতায় কেবল বলা হয়েছিল, ‘দুই পক্ষকেই বন্দীদের মুক্তি দেয়ার সম্ভাব্যতা নির্ধারণ করতে হবে।’
বিশ্লেষকদের মতে, ট্রাম্প যার সাথে ফোনে কথা বলেছেন, সেই মোল্লা আবদুল গনি বারাদার কাতারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তালেবানের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাছাড়া আলোচনা প্রক্রিয়াতেও তার ভীষণ তাৎপর্যপ‚র্ণ ভ‚মিকা ছিল। মূলত সেই আলোচনার প্রেক্ষিতেই অবশেষে ওয়াশিংটনের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তিতে পৌঁছায় সশস্ত্র সংগঠন তালেবান।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ পরিচালনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর সংকট নিরসনের লক্ষ্যে ২০১৮ সালে কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবান নেতারা ধারাবাহিক আলোচনা শুরু করেন। বেশ কয়েক দফায় বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করে সশস্ত্র সংগঠন তালেবান। গত শনিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তালেবানের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।