Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের পরিকল্পনা ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০২ এএম

আগামী ডিসেম্বর থেকে পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধ করে দেবে ভারত। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের মধ্যে অবনতিশীল সম্পর্কের প্রেক্ষাপটে ভারত এই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে যে ভারত সরকার উজ নদীর ২ টিএমসি পানি বন্ধ করে দেবে। এটি হলো ইরাবতী নদীর শাখা। এটি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। একটি সূত্র জি নিউজকে জানিয়েছে যে এ ব্যাপারে একটি কারিগরি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং সরকারি অনুমোদনের জন্য অপেক্ষা করছে। গত বছর ভারতের পরিবহন ও পানিসম্পদমন্ত্রী নিতিন গাড়করি বলেছিলেন যে সরকার পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধ করতে উত্তরখন্ডে তিনটি ড্যাম নির্মাণের পরিকল্পনা করছে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি অনুযায়ী সিন্ধু ও এর শাখাপ্রশাখাগুলোর পানি উভয় দেশ ভাগাভাগি করে ব্যবহার করবে। চুক্তি অনুযায়ী, ভারত ইরাবতী, বিপাশা, শতদ্রু নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হতে দেবে। খবরে বলা হয়, ২০১৬ সালে উরি হামলার পর ভারত সরকার পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধ করার জন্য পানিপ্রকল্প গ্রহণ করে। ভারত সরকার পুলওয়ামা সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের ধরতে পাকিস্তানের সহায়তা কামনা করে আসছে। উল্লেখ্য, ইরাবতীর দুই উপনদী ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের কাথুয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এ দুই নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়ার পরিকল্পনা দিল্লি সরকার চূড়ান্ত করেছে বলে খবর দিয়েছে ভারতীয় কোনও কোনও সংবাদ মাধ্যম। ভারত বলছে যে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গ্রুপ জৈশ ই মোহাম্মদ ওই আত্মঘাতী হামলাটি চালিয়েছিল। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ