Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ইউনিয়ন আ.লীগ অফিস ভাঙচুর আহত-৭

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ৩:১৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দলের জের ধরে মঙ্গলবার রাতে ধানীসাফা ইউনিয়ন আ‘লীগ অফিস এবং বঙ্গবন্ধরু ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময়ে অন্তত ৭ জন নেতা-কর্মি আহত হয়েছেন। আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক শুভ, উপজেলা যুবলীগ সদস্য জহির, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকান, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ, ইউনিয়ন আ‘লীগ সদস্য মিন্টু, ইউনিয়ন তাঁতীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন। এলাকায় থামথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ইউনিয়ন আ‘লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেযারম্যান মোঃ হারুণ অর রশিদ তালুকদার জানান, গত সোমবার উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম মাতুব্বরের পক্ষে মঠবাড়িযা পৌর শহরে মিছিলে স্থানীয় নেতা কর্মিরা অংশ নেয়। যে কারনে বিদ্রোহী গ্রুপের সমথকরা এ হামলা চালিয়েছে।
মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

২০ সেপ্টেম্বর, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ