বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অপহরণের পর জিম্মি করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই দফায় ২৩ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ওসিসহ সাত পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যবসায়ী। ১৩ দিনের মাথায় গতকাল মঙ্গলবার তিনি ওই মামলা প্রত্যাহারের আবেদন করলেন আদালতে।
বাদী ব্যবসায়ী মো. ইয়াছিনের আইনজীবী আদালতে দেয়া আবেদনে উল্লেখ করেন, ‘বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল, বাদী ও আসামিদের মধ্যে আপস হয়েছে।’ চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ২ এপ্রিল আদেশের দিন ধার্য করেছেন বলে জানান এ আইনজীবী। তবে এ ব্যাপারে মামলার বাদীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৯ ফেব্রæয়ারি একই আদালতে মামলাটি করেছিলেন ব্যবসায়ী মো. ইয়াছিন। মামলায় বায়েজিদ বোস্তামি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, সাবেক ওসি আতাউর রহমান খোন্দকারসহ ৭ পুলিশ সদস্যকে আসামি করা হয়। পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাকে দুই দফা তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে ২৩ লাখ টাকা আদায়ের অভিযোগ আনা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারকে (প্রশাসন ও অর্থ) নিজে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মো. ইয়াছিন পলিটেকনিক এলাকার শামসুল হকের ছেলে এবং মেসার্স ইয়াছিন এন্টারপ্রাইজের মালিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।