প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর বায়োপিক। চলচ্চিত্রটি প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করবেন। প্রায় দুই বছর ধরে পরিকল্পনা করে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। এফডিসিতে এর সেট নির্মাণ শুরু হয়েছে। জহির রায়হান কালার ল্যাবের সামনের রাস্তাসহ এফডিসির বিভিন্ন অংশ নতুন করে সাজানো হচ্ছে। কবিরপুর ফিল্ম সিটিতেও সিনেমাটির শুটিং হবে। সেখানেও খুব শিগগিরই সেট নির্মাণের কাজ শুরু হবে। জানা গেছে, সিনেমাটির শুটিং আনুষ্ঠানিকভাবে আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়–য়া জানান, ৩ নম্বর ফ্লোরে হবে বায়োপিকের শুটিং। এছাড়া সরকারি এই প্রজেক্ট ছাড়া এফডিসির ১, ২ ও ৭ নম্বর ফ্লোরে বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি সিনেমার শুটিং হবে। সেটির নাম ব্যাটেল ফর বেঙ্গল। এটি নির্মাণ করছেন বোরহানউদ্দিন নামে একজন পরিচালক। এতে হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন। এদিকে বঙ্গবন্ধুর বায়োপিকের প্রধান চরিত্রে আরিফিন শুভর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।