Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার হোমসে রুশ হেলিকপ্টার ভূপাতিত

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার হোমস প্রদেশে ইসলামিক স্টেট বা আইএস রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এতে এর দুই পাইলট নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশ্য প্রথমে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছিল রাশিয়া। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার পূর্বে গত শুক্রবার এমআই-২৫ হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। নিহত দুই পাইলটের নাম রিফাগাত খাবিবুলিন এবং ইয়েভগেনি দোলগিন। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে হামলার ভিডিও প্রকাশ করেছে বলে জানিয়েছে জঙ্গি তৎপরতার ওপর নজরদারির মার্কিন প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স। যুক্তরাষ্ট্রে নির্মিত টিওডব্লিউ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি আইএসের ওপর হামলা চালাতে যাওয়ার পর তার গোলাবারুদ শেষ হয়ে আসে এবং ফেরত আসার পথে ভূপাতিত করা হয়। গত বছর থেকে সিরিয়ার শাসক বাশার আল-আসাদকে রক্ষায় রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করার পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১০ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। অন্যদিকে এ সময় রাশিয়ার হামলায় আইএস ও অন্য বিরোধী দলের শত শত যোদ্ধা মারা গেছেন। তবে বেশি নিহত হয়েছে বেসামরিক লোক। সূত্র : নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ার হোমসে রুশ হেলিকপ্টার ভূপাতিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ