মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি জনাকীর্ণ জরুরি কক্ষে ২০১৫ সালে এক রোগীর মাধ্যমেই ৮২ জনের দেহে মার্স ভাইরাস সংক্রমিত হয়। গত শনিবার প্রকাশিত একটি বৈজ্ঞানিক তদন্তে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী মিডল ইস্টার্ন রেসপাইরেটোরি সিনড্রোম (মার্স) ভাইরাসের তথ্য প্রকাশ করেছে। দেশটিতে ১৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছে। স্যামসাং মেডিকেল সেন্টারের মুখপাত্র ডু রেইয়োন চাং ও ইয়াই-জিন কিম বলেছেন, এই গবেষণা প্রতিবেদনটিই একটি হাসপাতাল থেকে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দলিল। তারা আরো বলেন, আমাদের এই গবেষণা দেখিয়েছে একটি জনাকীর্ণ জরুরি কক্ষে মার্স ভাইরাসে আক্রান্ত একজন রোগী থেকে ভাইরাসটির সংক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।